মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত \ ট্রেন চলাচল বন্ধ ছিল ৩ ঘণ্টা
- প্রকাশের সময় : ০৯:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১১১২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে স্টোর ডেলিভারী ভ্যান (মালবাহী গাড়ি) এর চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ায় রাজবাড়ী থেকে সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজবাড়ী রেল স্টেশনের পূর্ব দিকে ২ নং রেলগেটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি ট্রেন যথাসময়ে গন্তব্যে পৌছাতে পারেনি।
রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে আসা স্টোর ডেলিভারী ভ্যান ট্রেনটিকে ২ নং রেলগেট সংলগ্ন ক্যারেজে নেওয়া হচ্ছিল। ট্রেনটি ১ নং লাইন থেকে ২ নং লাইনে যাওয়ার সময় চারটি চাকা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ২ নং রেলগেট সম্পূর্ণ আটকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় ১ নং রেলগেটে সৃষ্টি হয় যানজটের। তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে হাইড্রোলিক জগ দ্বারা ট্রেনটি উদ্ধারে সক্ষম হয় রেলশ্রমিকরা। এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ায় গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহগামী সাটল ট্রেনটি পাঁচুরিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে। ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল আটটায়। তিন ঘণ্টা বিলম্বে ১১টা ১০ মিনিটে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে এসে দুপুর ১২টা ১০ মিনিটে গন্তব্যে ছেড়ে যায়। এছাড়া ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সগপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে ১১টা ৪০ মিনিটে রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে যায়। ফরিদপুরের ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়াগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ১২টা ৫ মিনিটে রাজবাড়ী স্টেশনে আসলেও ছেড়ে গেছে আরও এক ঘণ্টা পর দুপুর একটার দিকে। এই ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ১০টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, খুলনা থেকে আসা স্টোরভ্যানটি ২ নং রেলগেট সংলগ্ন ক্যারেজে নেওয়ার সময় দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।