শিশু হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদন্ড
- প্রকাশের সময় : ০৮:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ১০৯০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে চার বছরের শিশু রিপন হত্যার দায়ে সৎ মা আকলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। রিপন রাজবাড়ীর পাংশা উপজেলার চরঝিকড়ি গ্রামের হযরত আলীর ছেলে। দন্ডপ্রাপ্ত আকলিমা হযরত আলীর দ্বিতীয় স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, হযরত আলীর দুই স্ত্রী একই বাড়িতে বসবাস করতো। তাদের মধ্যে পারিবারিক কলহ বিরাজ করছিল। এরই জের ধরে ২০১০ সালের ১০ আগস্ট তারিখে বাড়িতে কেউ না থাকার সুযোগে আকলিমা আক্তার তার সৎ ছেলে রিপনকে কীটনাশক খাওয়ায়। পরে শিশু রিপন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় রিপনের বাবা হযরত আলী বাদী হয়ে ঘটনার দুদিন পর ১২ আগস্ট তারিখে আকলিমা আক্তারের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আকলিমার বিরুদ্ধে চার্জশীট দেয়। আদালত মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী জানান, এ রায়ে তারা সন্তুষ্ট। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।