২২শ ওরশ যাত্রী নিয়ে ভারতের মেদিনিপুরে গেল বিশেষ ট্রেন
- প্রকাশের সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৯১ জন সংবাদটি পড়েছেন
শত বছরের পরম্পরায় ২ হাজার ২৫৬ জন ওরশ যাত্রী নিয়ে ভারতের মেদিনিপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে ২৪ খানা বগির বিশেষ ট্রেন। বুধবার রাত ১০টায় রাজবাড়ী রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় পাঁচ হাজারেরও বেশি মানুষ স্টেশন ও আশেপাশে উপস্থিত ছিল। হাত নেড়ে তারা ওরশ যাত্রীদের শুভেচ্ছা জানান। রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়া বিশেষ ওরশ যাত্রীদের সার্বিক তত্ত¡াবধান করে থাকে।
ট্রেন ছেড়ে যাওয়ার দিনে রাজবাড়ী রেল স্টেশন এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। দোকান পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। আঞ্জুমান-ই-কাদেরিয়ার ভক্তরা ফুল, কাগজ ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজান ট্রেনটিকে। কেউ অগাধ বিশ^াসে শ্রদ্ধায় ট্রেনটিতে কদমবুসি করেন। ওরশ যাত্রীদের শুভেচ্ছা জানাতে স্টেশনে গিয়েছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, পাকশী রেলওলে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, আরএনবি কমান্ডেন্ট মোর্শেদ আলম, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ প্রমুখ।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া সূত্র জানিয়েছে, আগামি ১৭ ফেব্রæয়ারি শনিবার দিবাগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ) এর বংশধর হযরত আল বাগদাদী আল মেদিনীপুরী (আঃ) মশহুর নাম মওলাপাক পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে। পবিত্র ওরশ শেষে ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে ১৯ ফেব্রæয়ারি সোমবার। শত বছরেরও বেশি সময় ধরে ধর্মীয় এই ওরশ উৎসবকে নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক এই ট্রেনটি দুটি দেশের সেতু বন্ধন রচিত হয়েছে। বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। বড়পীর আব্দুল কাদের জিলানীর বংশধরদের এক নজর দেখতে ও পূণ্য লাভের আশায় প্রতি বছর এই দিনে রাজবাড়ী থেকে সুদূর ভারতের মেদিনীপুরে যান ভক্তরা। মেদিনীপুরের সঙ্গে মিল রেখে একইদিন রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফে নানা আনুষ্ঠানিকতা হয়। পীরের স্থানীয় ভক্তরা সে অনুষ্ঠানে যোগ দেন।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, পূর্বের নির্ধারিত সময় রাত ১০টায় ২৪টি বগির বিশেষ ট্রেনটি ছেড়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে।