রাজবাড়ীতে বৃদ্ধকে মারধরের অভিযোগ

- প্রকাশের সময় : ০৬:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / ১০৬২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে তুচ্ছ ঘটনায় সাহেব আলী নামে ৭০ বছরের এক বৃদ্ধকে এলোপাথারীভাবে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাহেব আলী রোববার রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে সাহেব আলী উল্লেখ করেন, আফসার মন্ডলসহ কয়েক ব্যক্তি তার জমির একাংশ জোরপূর্বক ভোগদখল করছে। শনিবার বিকেলে তারা লাঠিসোঠা নিয়ে তার গাছের আম পাড়ছিল। এসময় তিনি বাধা দিতে গেলে তাকে লাঠিসোঠা দিয়ে এলোপাথারী মারধর করে। এতে তার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
অভিযুক্ত আফসার মন্ডল অভিযোগ অস্বীকার করে জানান, তার ছোট ভাতিজা আম পাড়তে গাছে উঠেছিল। সাহেব আলীর মেয়েরা সেই আম কুড়িয়ে নিয়ে যাচ্ছিল। এটি নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। তিনি কাউকে মারধর করেননি। আর জমি নিয়ে তাদের সাথে কোনো দ্ব›দ্ব নেই। অনেক আগেই সাহেব আলীর বাবার কাছ থেকে জমি কেনা। চেয়ারম্যান মেম্বাররাও বিষয়টি জানে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, বিষয়টি জেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।