Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু এসএসসি পরীক্ষার্থীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ১০৫২ জন সংবাদটি পড়েছেন

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী মাহাদীর। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খানখানাপুর রাস্তা ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহাদী হাসান রাজশাহী জেলার মো. জনির ছেলে।
জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে নানাবাড়ির পাশে একটি পুকুরে নানা আরশাদ আলীর (৭৫) সঙ্গে গোসল করতে যায় মাহাদী হাসান। এক সময় সে সাঁতরে মাঝ পুকুরে চলে যায়। নানা তাকে টেনে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারাও খোঁজাখুঁজি করে মাহাদীকে না পেলে জরুরি সেবা ৯৯৯ এ কল করে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা খুঁজে না পেলে তারা আবার মানিকগঞ্জের ডুবুরি টিমকে খবর দেয়। ডুবুরি এসে প্রায় তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু আমাদের ডুবুরি না থাকার কারণে মানিকগঞ্জ থেকে ডুবুরি এনে উদ্ধার কার্যক্রম চালানো হয়। তিন ঘণ্টার প্রচেষ্টায় আমরা মাহাদীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু এসএসসি পরীক্ষার্থীর

প্রকাশের সময় : ০৯:০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী মাহাদীর। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খানখানাপুর রাস্তা ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহাদী হাসান রাজশাহী জেলার মো. জনির ছেলে।
জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে নানাবাড়ির পাশে একটি পুকুরে নানা আরশাদ আলীর (৭৫) সঙ্গে গোসল করতে যায় মাহাদী হাসান। এক সময় সে সাঁতরে মাঝ পুকুরে চলে যায়। নানা তাকে টেনে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারাও খোঁজাখুঁজি করে মাহাদীকে না পেলে জরুরি সেবা ৯৯৯ এ কল করে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা খুঁজে না পেলে তারা আবার মানিকগঞ্জের ডুবুরি টিমকে খবর দেয়। ডুবুরি এসে প্রায় তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু আমাদের ডুবুরি না থাকার কারণে মানিকগঞ্জ থেকে ডুবুরি এনে উদ্ধার কার্যক্রম চালানো হয়। তিন ঘণ্টার প্রচেষ্টায় আমরা মাহাদীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।