৫ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১১২১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল রোববার রাতে রাজবাড়ী শহরতলীর ধুঞ্চি এলাকা থেকে দুইশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বিপুল মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের জমির মন্ডলের ছেলে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা আদালতে বিচারাধীন বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, বিপুল দীর্ঘদিন ধরে মদক ব্যবসার সাথে জড়িত। রোববার রাতে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :