মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১১১০ জন সংবাদটি পড়েছেন
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার সুফিয়া মেডিকেল হলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের পাশাপাশি যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করায় ভোক্তা অধিকার আইনের ৪৫ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় রাজবাড়ী শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি সপ নামে একটি দোকানের মালিককে পাঁচশ টাকা জরিমানা করা হয়।
Tag :