Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ১১০৮ জন সংবাদটি পড়েছেন

বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ।  হবিগঞ্জের চুনারুঘাটে সালিশে এক নারীকে বর্বরভাবে এ শাস্তি দেওয়া হয়।

বেলা ১১টায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডা. পুর্ণিমা রানী দত্তের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, নাগরিক কমিটি রাজবাড়ীর সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল দত্ত তাপস, শিক্ষক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চের যাজক জেমস হালদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহিলা পরিষদের নেত্রী শায়লা তাবাসসুম নেওয়াজ প্রমুখ।

বক্তারা বলেন, একজন নারীকে কথিত সালিশের নামে যেভাবে নির্যাতন করা হয়েছে তা কোনো সভ্য দেশে কল্পনা করা যায়না। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ।  হবিগঞ্জের চুনারুঘাটে সালিশে এক নারীকে বর্বরভাবে এ শাস্তি দেওয়া হয়।

বেলা ১১টায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডা. পুর্ণিমা রানী দত্তের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, নাগরিক কমিটি রাজবাড়ীর সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল দত্ত তাপস, শিক্ষক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চের যাজক জেমস হালদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহিলা পরিষদের নেত্রী শায়লা তাবাসসুম নেওয়াজ প্রমুখ।

বক্তারা বলেন, একজন নারীকে কথিত সালিশের নামে যেভাবে নির্যাতন করা হয়েছে তা কোনো সভ্য দেশে কল্পনা করা যায়না। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।