জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা
- প্রকাশের সময় : ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১১১৯ জন সংবাদটি পড়েছেন
জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষে রাজবাড়ী সদর উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান এমডিভি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম হোসেন টিটন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্রমকর্তা মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. খায়ের উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হোসেন পিয়াল প্রমুখ। জলাতঙ্ক বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা মহাখালীর এসডিভির সুপারভাইজার শিশির চক্রবর্তী।
সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, সদর উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।