Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ট্রাক নিয়ে গরু চুরি করতে গিয়ে চক্রের ২ সদস্য আটক \ পালিয়ে গেল বাকীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ১০৯৪ জন সংবাদটি পড়েছেন

ট্রাক নিয়ে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে চক্রের দুই সদস্য। এসময় অন্যরা পালিয়ে যায়। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা এলাকায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের সনো শেখের ছেলে শফিক শেখ ও খুলনার আড়ংঘাটা এলাকার সোহরাব শেখের ছেলে সেলিশ শেখ।

স্থানীয় সূত্র জানায়, গত বেশ কিছু দিন ধরে বসন্তপুরসহ আশেপাশের এলাকা থেকে ১০/১২টি গরু চুরি হয়। শুক্রবার রাত আড়াইটার দিকে একটি ট্রাক নিমতলা এলাকার সরদার হোটেলের সামনে এসে থামে। ট্রাক থেকে দুজন নেমে হোটেলে খেয়ে চলে যায়। আবার দুজন আসে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হওয়ায় হোটেলে থাকা দুজনকে আটক করে বাকীদের ধরতে যায়। পরিস্থিতি আঁচ করতে পেরে ট্রাক নিয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। আটক দুজনকে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সেলিম হোসেন জানান, আটক দুজন গরু চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে। আটককৃত দুজনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রাক নিয়ে গরু চুরি করতে গিয়ে চক্রের ২ সদস্য আটক \ পালিয়ে গেল বাকীরা

প্রকাশের সময় : ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

ট্রাক নিয়ে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে চক্রের দুই সদস্য। এসময় অন্যরা পালিয়ে যায়। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা এলাকায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের সনো শেখের ছেলে শফিক শেখ ও খুলনার আড়ংঘাটা এলাকার সোহরাব শেখের ছেলে সেলিশ শেখ।

স্থানীয় সূত্র জানায়, গত বেশ কিছু দিন ধরে বসন্তপুরসহ আশেপাশের এলাকা থেকে ১০/১২টি গরু চুরি হয়। শুক্রবার রাত আড়াইটার দিকে একটি ট্রাক নিমতলা এলাকার সরদার হোটেলের সামনে এসে থামে। ট্রাক থেকে দুজন নেমে হোটেলে খেয়ে চলে যায়। আবার দুজন আসে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হওয়ায় হোটেলে থাকা দুজনকে আটক করে বাকীদের ধরতে যায়। পরিস্থিতি আঁচ করতে পেরে ট্রাক নিয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। আটক দুজনকে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সেলিম হোসেন জানান, আটক দুজন গরু চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে। আটককৃত দুজনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মামলার প্রক্রিয়া চলছে।