রাজবাড়ীতে নতুন ঘর পেল ২৭৭ ভ‚মিহীন পরিবার
- প্রকাশের সময় : ০৯:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ১১১৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে নতুন ঘর পেয়েছে ২৭৭টি ভ‚মি ও গৃহহীন পরিবার। বুধবার আনুষ্ঠানিকভাবে এসব ঘরের চাবি মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এরই মধ্য দিয়ে জেলার রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলাকে ‘ক’ শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, চতুর্থ পর্যায়ে রাজবাড়ী সদর উপজেলায় ৩৫টি, বালিয়াকান্দিতে ১২০টি, পাংশায় ১২০টি এবং গোয়ালন্দ উপজেলায় দুটি ঘর বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দিতে ঘর বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। অন্যদের মাঝে বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভ‚মি) হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হল রুমে ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা প্রমুখ।