দুশ বছরের ঐতিহ্যবাহী আরএমএস সার্ভিস তুলে না নেওয়ার দাবিতে স্মারকলিপি মানববন্ধন
- প্রকাশের সময় : ০৯:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১১৩১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী থেকে দুশ বছরের পুরনো আরএমএস (ডাক পরিবহন সার্ভিস) তুলে না নেওয়ার দাবিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এসময় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যড. স্বপন কুমার সোম, প্রবীণ আইনজীবী অশোক চক্রবর্তী, অ্যড. নারায়ণ চন্দ্র দত্ত, অ্যড. মাহবুব রহমান, আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, সাংবাদিক বাবু মল্লিক, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। একই দাবিতে বিকেলে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী আরএমএস অফিস দুইশ বছরের ঐতিহ্য বহন করে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকসেবা দিয়ে আসছে। কিন্তু অফিসটির সকল কর্মকর্তা কর্মচারীর বদলির আদেশ হয়েছে। আগামী ৫/৩/২০২৩ তারিখের মধ্যে তাদেরকে বদলিকৃত অফিসে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বদলি করা হলেও এ অফিসে কাউকে নিয়োগ বা পদায়ন করা হয়নি। এই অফিসটি তুলে নিলে রাজবাড়ীবাসী ডাকসেবা থেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, অফিসটির একটি বৈশিষ্ট্য রাত্রিকালীন সেবা। জেলার আইনজীবীরা দিনের কাজ শেষ করে রাত ১১টা পর্যন্ত ডাক পাঠাতে পারতেন। এই অফিসটি বন্ধ হলে আইনজীবী এবং এর সাথে সংশ্লিষ্ট সকলেরই ক্ষতি হবে। এছাড়া অফিসটিতে কর্মরত ব্যক্তিরাও সাংসারিক জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হবে।
এদিকে একই দাবিতে ‘রাজবাড়ীর সাধারণ নাগরিক বৃন্দ’র ব্যানারে বিকেল পাঁচটায় রাজবাড়ী পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।