বালিয়াকান্দি প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী
- প্রকাশের সময় : ০৮:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১৪৬ জন সংবাদটি পড়েছেন
বালিয়াকান্দি শেখ মিনি স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য,রাজবাড়ী জেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হকিম।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃজিল্লুল হাকিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানবিন্দ্র মজুমদার উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নসরিন সুলতানাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারীগণ ৪০ টি স্টলে তাদের পালিত প্রাণি ও বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের উৎপাদিত ঔষধ প্রদর্শন করেন। পরে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।