Dhaka 6:27 pm, Sunday, 2 April 2023
পৃথক দুর্ঘটনায় আহত ১

মোটরসাইকেল চালাচ্ছিল কিশোর, প্রাণ গেল ২ চাচাতো ভাইয়ের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : 09:27:04 pm, Saturday, 4 February 2023
  • / 1045 জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুড়া আঞ্চলিক সড়কের দয়ালনগর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো চন্দনী ইউপি চেয়ারম্যান আব্দুর রবের ছেলে সাকিব শেখ (১২) ও লোকমান শেখের ছেলে ভাতিজা সিফাত শেখ(১৭)। সম্পর্কে তারা চাচাতো ভাই।  তাদের বাড়ি একই ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামে। নিহত সিফাত রাজবাড়ী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং সাকিব স্থানীয় চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশু-কিশোর নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়,  সিফাত প্রাইভেট পড়ার জন্য মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরে যাচ্ছিল। সাকিবের বায়নায় তাকেও সঙ্গী করে সিফাত। মোটরসাইকেলটি পাশর্^ রাস্তা থেকে সড়কে ওঠার মুহূর্তে দ্রæতগামী বালুবাহী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল হালিম জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

অপরদিকে শনিবার বিকেলে রাজবাড়ী পুলিশ লাইনের সামনে ট্রাকের ধাক্কায় কমল বিশ^াস নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি বরিশাল জেলার বাসিন্দা। কুষ্টিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী হয়ে বরিশাল যাচ্ছিলেন তিনি। রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র নার্স সুপারভাইজান আব্দুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার স্বজনরা কুষ্টিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পৃথক দুর্ঘটনায় আহত ১

মোটরসাইকেল চালাচ্ছিল কিশোর, প্রাণ গেল ২ চাচাতো ভাইয়ের

প্রকাশের সময় : 09:27:04 pm, Saturday, 4 February 2023

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুড়া আঞ্চলিক সড়কের দয়ালনগর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো চন্দনী ইউপি চেয়ারম্যান আব্দুর রবের ছেলে সাকিব শেখ (১২) ও লোকমান শেখের ছেলে ভাতিজা সিফাত শেখ(১৭)। সম্পর্কে তারা চাচাতো ভাই।  তাদের বাড়ি একই ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামে। নিহত সিফাত রাজবাড়ী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং সাকিব স্থানীয় চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশু-কিশোর নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়,  সিফাত প্রাইভেট পড়ার জন্য মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরে যাচ্ছিল। সাকিবের বায়নায় তাকেও সঙ্গী করে সিফাত। মোটরসাইকেলটি পাশর্^ রাস্তা থেকে সড়কে ওঠার মুহূর্তে দ্রæতগামী বালুবাহী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল হালিম জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

অপরদিকে শনিবার বিকেলে রাজবাড়ী পুলিশ লাইনের সামনে ট্রাকের ধাক্কায় কমল বিশ^াস নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি বরিশাল জেলার বাসিন্দা। কুষ্টিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী হয়ে বরিশাল যাচ্ছিলেন তিনি। রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র নার্স সুপারভাইজান আব্দুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার স্বজনরা কুষ্টিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।