বালিয়াকান্দিতে ট্রাকে পিষ্ট শিশু, চালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার \
- প্রকাশের সময় : 08:28:49 pm, Sunday, 22 January 2023
- / 1029 জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে সানজিদা নামে চার বছর বয়সী এক শিশু। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের বাবু মিয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক নাইম আলীকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, সানজিদা তার বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল। এসময় মাটিবাহী ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকের চালককে পুলি”শ গ্রেপ্তার করেছে। এব্যাপারে মামলা হয়েছে।
Tag :