রাজবাড়ীতে হোমিওপ্যাথি চিকিৎসকদের মানববন্ধন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১১৬২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ডিএইচএমএস ডক্টর এসোসিয়েশন রাজবাড়ী ও রাজবাড়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে হোমিওপ্যাথি চিকিৎসা আইন ২০২১ জাতীয় সংসদে পাশ করার দাবিতে রাজবাড়ীতে মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজবাড়ী হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ তসলিম আহম্মেদের সভাপতিত্বে বক্তৃতা করেন শাহাদাত হোসেন, আসলাম চৌধুরী, মোহাম্মদ আলী মন্ডল, আব্দুল হাই, স্বপন কুমার প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হোমিও চিকিৎসা আইন মন্ত্রী পরিষদে পাশ হলেও জাতীয় সংসদে পাশ হয়নি। এটি সংসদে পাশ করতে হবে। পাশাপাশি হওয়া হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখা ও উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে।
জেলার হোমিওপ্যাথি চিকিৎসকরা এতে অংশগ্রহণ করেন।
Tag :