নারীদের শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন, কুশপুত্তুলিকা দাহ
- প্রকাশের সময় : ১১:২৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১১৬০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরে অর্ধেন্দু মজুমদার ভোলা মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে নারীদের শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে ঘটনার মূল হোতা জয়দেব কর্মকারের কুশপুত্তুলিকা দাহ করা হয়।
‘সজ্জনকান্দা, ভবানীপুর, বড়পুল এলাকাবাসী’র ব্যানারে রোববার বেলা ১১টায় রাজবাড়ী শহরের বড়পুলে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র নির্মলকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি, জেলা জাসদ সভাপতি মুনীরুল হক মুনীর, যুবনেতা আলী হোসেন পনি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, জেমস হালদার, রাকিবুল ইসলাম পিন্টু প্রমুখ।
মানবন্ধনে বক্তারা ইসকন রাজবাড়ী জেলা শাখার সভাপতি জয়দেব কর্মকারের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র সমালোচনা করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, গত ২ জুন বৃহষ্পতিবার দুপুরে জয়দেব কর্মকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাজবাড়ী শহরের সম্ভ্রান্ত মাস্টার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে তাদের উপর হামলা চালায়। এসময় তিন নারীকে পিটিয়ে জখম করা হয়। একই সাথে নারীদের লাঞ্ছিত করা হয়। এঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো অভিযুক্ত কেউ গ্রেপ্তার হয়নি।
মানববন্ধন শেষে জয়দেব কর্মকারের কুশ পুত্তুলিকা দাহ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।