Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে সুদে টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ ॥ ফিরিয়ে দেয়ার পর একটির মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • / ১২৪২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সুদে টাকার জন্য গোয়াল থেকে দু’টি গরু খুলে নেওয়ার পর ফেরত দিলেও একটি গরুর মৃত্যু হয়েছে। গরুর মালিকের দাবী বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চর আড়কান্দি গ্রামের আবুল বাশার শেখের স্ত্রী ফরিদা বেগম বলেন, ছেলে হাসান শেখের সাথে সুদে টাকা লেনদেনকে কেন্দ্র করে (১২ মে)বৃহস্পতিবার সকালে আমার গোয়াল থেকে পাশের বাড়ীর কুদ্দুসের ছেলে ইমামুল, তার সহযোগী সাহিদুল, শাওন মিলে বাড়ীতে ঢুকে আমাকে মারধোর করা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়াসহ গোয়াল থেকে ২টি গরু নিয়ে যায়। ছেলে ১২ বছর পূর্বে পৃথক সংসার করায় রাতে থানায় অভিযোগ দায়ের করলে খবর পেয়ে গরু ফেরত দিয়ে যায়। রাত থেকেই গরু অসুস্থ মনে হচ্ছিল। শুক্রবার দুপুরে দুইটি গরুর মধ্যে একটি ষাড় গরু মারা গেছে। অন্য গরুটি চিকিৎসা দেওয়া হচ্ছে। গরুকে তার বিষ মিশ্রিত কিছু খাইয়ে হত্যা করেছে।

হাসান শেখ বলেন, আমার কাছে কোন টাকা পাবে না। তাদের টাকা পরিশোধ করা হয়েছে। তার পরও তাদের ভয়ে আমার বাবা বাশার শেখ ও আমি দীর্ঘদিন বাড়ীতে থাকতে পারিনা। এ ব্যাপারে ফরিদা বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ইমামুলকে তার বাড়ীতে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিপ করেননি। বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সুদে টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ ॥ ফিরিয়ে দেয়ার পর একটির মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সুদে টাকার জন্য গোয়াল থেকে দু’টি গরু খুলে নেওয়ার পর ফেরত দিলেও একটি গরুর মৃত্যু হয়েছে। গরুর মালিকের দাবী বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চর আড়কান্দি গ্রামের আবুল বাশার শেখের স্ত্রী ফরিদা বেগম বলেন, ছেলে হাসান শেখের সাথে সুদে টাকা লেনদেনকে কেন্দ্র করে (১২ মে)বৃহস্পতিবার সকালে আমার গোয়াল থেকে পাশের বাড়ীর কুদ্দুসের ছেলে ইমামুল, তার সহযোগী সাহিদুল, শাওন মিলে বাড়ীতে ঢুকে আমাকে মারধোর করা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়াসহ গোয়াল থেকে ২টি গরু নিয়ে যায়। ছেলে ১২ বছর পূর্বে পৃথক সংসার করায় রাতে থানায় অভিযোগ দায়ের করলে খবর পেয়ে গরু ফেরত দিয়ে যায়। রাত থেকেই গরু অসুস্থ মনে হচ্ছিল। শুক্রবার দুপুরে দুইটি গরুর মধ্যে একটি ষাড় গরু মারা গেছে। অন্য গরুটি চিকিৎসা দেওয়া হচ্ছে। গরুকে তার বিষ মিশ্রিত কিছু খাইয়ে হত্যা করেছে।

হাসান শেখ বলেন, আমার কাছে কোন টাকা পাবে না। তাদের টাকা পরিশোধ করা হয়েছে। তার পরও তাদের ভয়ে আমার বাবা বাশার শেখ ও আমি দীর্ঘদিন বাড়ীতে থাকতে পারিনা। এ ব্যাপারে ফরিদা বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ইমামুলকে তার বাড়ীতে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিপ করেননি। বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।