গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / 378
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে রোববার দুপুরে পাঁচ কেজি গাঁজাসহ মো. আবু তাহের শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। তার বাড়ি একই গ্রামে।
বালিয়াকান্দি থানার এসআই মো. মাজহারুল ইসলাম জানান, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাহের শেখের বাড়ির গোয়ালঘরের পেছন থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাহের শেখকে গ্রেপ্তার করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার সাথে কারা মাদক ব্যবসা করে। কোথা থেকে এসব গাঁজা আমদানী করা হয় সে বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
Tag :