Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • / ১২৬২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। পাংশার ১০টি ইউনিয়নে পঞ্চম ধাপে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের চৌরাস্তায় রাত সাড়ে আটটার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের রাকিবুল ইসলামের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ইদ্রিস আলী, রবিউল ইসলামসহ  বেশ কয়েকজন  জানান, রাত সাড়ে আটটার দিকে নৌকার মিছিল  চৌরাস্তা  অতিক্রম করে কিছু দূর গিয়ে ফিরে এসে অফিসটি ভাংচুর করে। যাওয়ার সময় তাদের শাসিয়ে যায়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলাম জানান,  তিনি শান্তিপূর্ণ নির্বাচন চান। হামলার বিষয়ে বুধবার পাংশা থানায় লিখিত অভিযোগ করেছেন।

নৌকার প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদের মোবাইল ফোনে অনেকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

পাংশা থানার  ওসি মাসুদুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তিনি দেখছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর

প্রকাশের সময় : ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। পাংশার ১০টি ইউনিয়নে পঞ্চম ধাপে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের চৌরাস্তায় রাত সাড়ে আটটার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের রাকিবুল ইসলামের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ইদ্রিস আলী, রবিউল ইসলামসহ  বেশ কয়েকজন  জানান, রাত সাড়ে আটটার দিকে নৌকার মিছিল  চৌরাস্তা  অতিক্রম করে কিছু দূর গিয়ে ফিরে এসে অফিসটি ভাংচুর করে। যাওয়ার সময় তাদের শাসিয়ে যায়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলাম জানান,  তিনি শান্তিপূর্ণ নির্বাচন চান। হামলার বিষয়ে বুধবার পাংশা থানায় লিখিত অভিযোগ করেছেন।

নৌকার প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদের মোবাইল ফোনে অনেকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

পাংশা থানার  ওসি মাসুদুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তিনি দেখছেন।