মনোনয়নবঞ্চিত ২ প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ, গ্রেপ্তার ৫
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৩১৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় নৌকার মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামে নৌকার মনোনয়নবঞ্চিত গোলাম মোস্তফা আবু ও মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আলী সরদারের বাড়ির সামনে পৃথক এ ঘটনা ঘটে। এঘটনায় পাংশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো সিরাজ মল্লিক, সুরুজ শাহ, লিটন মুন্সী, জালাল মন্ডল ও শামীম প্রামাণিক। এদের বাড়ি উপজেলার হাবাসপুর ও মৌরাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জানা গেছে, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। হাবাসপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন আব্দুল আলিম এবং মৌরাট ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান প্রামানিক।
Tag :