বালিয়াকান্দিতে ইটভাটার কার্যক্রম বন্ধ ॥ মালিককে ২ লাখ টাকা জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১২১৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে রাবেয়া ব্রিকস নামে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার বিকেলে রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে ইট ভাটা পরিচালনা করায় ফায়ার সার্ভিসের মাধ্যমৈ ইট ভাটার আগুন নিভিয়ে ফেলা ও ভাটার সমস্ত কাঁচা ইট বিনষ্ট করা হয়। ভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
Tag :