এসিল্যান্ড পরিচয়ে প্রধান শিক্ষকের সাথে প্রতারণা

- প্রকাশের সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / 480
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসিল্যান্ড পরিচয়ে ডিসি অফিস থেকে স্কুলের জন্য ল্যাপটপ দেয়া হবে বলে প্রধান শিক্ষককে ফোন করে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।
ওই চক্র ল্যাপটপের কথা বলে নগদের মাধ্যমে ৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টিতে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করেছেন প্রধান শিক্ষক চাঁদ সুলতানা। ভুক্তভোগী বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, সকাল ৯.২৬ মিনিটের সময় ০১৯৫২৫৮৩৮৭৯, ০১৮১০৩৯২৪৯৩ নম্বর থেকে আমাকে ফোন করে বালিয়াকান্দি সহকারী কমিশনার ভূমি পরিচয় দেয়া হয়। মোবাইলে ওই ব্যক্তি জানায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনার বিদ্যালয়ের জন্য ল্যাপটপ দেয়া হবে এ জন্য ৮ হাজার টাকা পাঠাতে হবে। এসিল্যান্ড পরিচয় পেয়ে আমি টাকা পাঠিয়ে দিই। পরে বুঝতে পারি আমি প্রতারনার স্বীকার হয়েছি। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলেও তিনি জানান।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, ভুক্তভোগী প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।





















