রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃর্শে দুজনের মৃত্যু
- প্রকাশের সময় : ০৮:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১২২৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃর্শে জামাল শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরপুর ইউনিয়নের খাটাগ্রামের করিম শেখের ছেলে। এলাকাবাসী ও থানা সুত্রেজানাগেছে, বুধবার দুপুর আড়াই টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের খাটাগ্রামের জামাল শেখ (২৮) বাড়ীর পাশে চাচা ওহিদুল শেখের বাড়ীতে বৈদ্যুতিক মিস্ত্রি কাজ করছিল সে সেখানে দাড়িয়ে মোবাইলে কথা বলছিল। এসময় জানালা হাত দিয়ে ধরার সাথে সাথে বিদ্যুৎস্পৃর্ষে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বালিয়াকান্দি থানার এস,আই মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
অপরদিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে ধান ক্ষেতে ইদুঁর মারা বৈদ্যুতিক ফাঁদে পড়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম সালাম মোল্যা (৫০)। সে সদর উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের কাদের মোল্যার ছেলে।
নিহতের ভগ্নিপতি হারুন-অর রশিদ বলেন, সদর উপজেলার হোগলাডাঙ্গী মাঠে ধান ক্ষেতে ইদুঁর মারার জন্য বৈদ্যুুতিক ফাঁদ পাতে আঃ হান্নান। মঙ্গলবার সকাল ১১ টার দিকে সালাম মোল্যা বাড়ী থেকে বের হয়ে মাঠে যায়। ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে না পেয়ে অনেক খোজাখুজির পর দুপুর আড়াই টার দিকে তার লাশ পাওয়া যায়। লাশটি তার এক ঘনিষ্ঠজন ধরলেও বিদ্যুৎ না থাকায় তিনি রক্ষা পান।