রাজবাড়ীতে বাগীশিকের জেলা কমিটি গঠন, সভাপতি সুরজিৎ সম্পাদক উত্তম
- প্রকাশের সময় : ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৪৭৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে গীতার মাহাত্ম্য ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজবাড়ীতে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সুরজিৎ চক্রবর্তীকে সভাপতি ও উত্তম গোস্বামীকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি প্রদ্যুৎ কুমার দাস, সহ সভাপতি অদ্বৈত কুমার দাস, অরুণ কুমার সরকার ও অলক চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রবীর কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন ও পলাশ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতীম দাশ, সহ সাংগঠনিক সম্পাদক অজয় দাস তালুকদার, দপ্তর সম্পাদক তপন কুমার দে, সহ দপ্তর সম্পাদক নিলয় সাহা, অর্থ সম্পাদক অনিরুদ্ধ মন্ডল, সহ অর্থ সম্পাদক সৌরভ চক্রবর্তী, শিক্ষা বিষয়ক সম্পাদক অনুপ কুমার দাস, সহ শিক্ষা সম্পাদক সৌরভ চক্রবর্তী সৈকত, সমাজকল্যাণ সম্পাদক অমিতা চক্রবর্তী, সহ সমাজকল্যাণ সম্পাদক নিশিথ চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক চায়না সাহা, সহ সাংস্কৃতিক সম্পাদক বিপা রায়, প্রচার সম্পাদক অভিজিৎ সোম, সহ প্রচার সম্পাদক সৌরভ পাল, প্রকাশনা সম্পাদক লিটন চক্রবর্তী, সহ প্রকাশনা সম্পাদক সজিব কুমার পাশর্^ী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীরেন্দ্র নাথ চক্রবর্তী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিপন চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামা রানী দে, সহ মহিলা সম্পাদক তন্বী প্রামানিক, ত্রাণ ও পুনর্বানসন সম্পাদক বিপ্লব সাহা, সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সঞ্জয় ভৌমিক, কার্যনির্বাহী সদস্য স্বপন কুমার পোদ্দার, সঞ্জীব গোস্বামী, সপ্তদীপা পাল ও অর্ক চক্রবর্তী।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরজিৎ চক্রবর্তী।