Dhaka ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ৮ জনকে কামড়েছে পাগলা কুকুর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • / ১২৫৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে আটজন আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। বৃহস্পতিবার রাত আটটার দিকে পাংশা শহরের প্রাণকেন্দ্র টেম্পু স্ট্যান্ড এলাকায় ঘটে এ ঘটনা। কামড়ে আহতরা হলো হারুন শেখ, গোলাপ আলী, হোসেন আলী শেখ, জোসনা বেগম, বাহার উদ্দিন, সিদ্দিকুর রহমান, চাঁদ আলী ও লিটন। এদের সবার বাড়ি পাংশা পৌর এলাকার বিভিন্ন গ্রামে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরে পাংশা শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। মাঝে মধ্যেই কুকুরদের দল বেঁধে  চলতে দেখা যায়। কখনও কখনও  ঘেউ ঘেউ করে ওঠে। কুকুর আতঙ্কে রাস্তায় চলাই দায় হয়ে পড়েছে। এমনাবস্থায় বৃহস্পতিবার রাতে হঠাৎই একটি কুকুড় মানুষকে কামড়াতে শুরু করে। একে একে আটজনকে কামড়িয়ে আহত করে। তারা সবাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। পরে স্থানীয় জনতা কুকুরটিকে মেরে ফেলে।

কুকুড়ের কামড়ে আহত হারুন শেখ জানান, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। রাত আটটার দিকে টেম্পু স্ট্যান্ড এলাকায় একটি ঘর থেকে  ভ্যানগাড়ি বের করতে যান। ওই সময় তাকেসহ তার সাথে থাকা আরও দুজনকে কামড়ায় কুকুরটি।

অপর আহত চাঁদ আলী জানান, কাদেরকে কুকুরে কামড়েছে দেখতে গেলে কুকুরটি তাকেও কামড়ে দেয়।

পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার জানান, হঠাৎ করেই কুকুরটি মানুষকে কামড়াতে থাকে। একে একে আটজনকে কামড়ায়। বিষয়টি জানতে পেরে আরও মানুষকে কামড়াতে পারে এ আশঙ্কায় কুকুরটিকে মেরে ফেলতে বলেন। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে মেরে ফেলে। তিনি আরও জানান, পৌরসভায় কুকুর কামড়ানোর ভ্যাকসিন মজুত নেই। আবার বেওয়ারিশ কুকুর নিধনেরও সুযোগ নেই। তবে খুব শীগগীরই কুকুরকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফজলে রাব্বি জানান, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ৮ জনকে কামড়েছে পাগলা কুকুর

প্রকাশের সময় : ০৮:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে আটজন আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। বৃহস্পতিবার রাত আটটার দিকে পাংশা শহরের প্রাণকেন্দ্র টেম্পু স্ট্যান্ড এলাকায় ঘটে এ ঘটনা। কামড়ে আহতরা হলো হারুন শেখ, গোলাপ আলী, হোসেন আলী শেখ, জোসনা বেগম, বাহার উদ্দিন, সিদ্দিকুর রহমান, চাঁদ আলী ও লিটন। এদের সবার বাড়ি পাংশা পৌর এলাকার বিভিন্ন গ্রামে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরে পাংশা শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। মাঝে মধ্যেই কুকুরদের দল বেঁধে  চলতে দেখা যায়। কখনও কখনও  ঘেউ ঘেউ করে ওঠে। কুকুর আতঙ্কে রাস্তায় চলাই দায় হয়ে পড়েছে। এমনাবস্থায় বৃহস্পতিবার রাতে হঠাৎই একটি কুকুড় মানুষকে কামড়াতে শুরু করে। একে একে আটজনকে কামড়িয়ে আহত করে। তারা সবাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। পরে স্থানীয় জনতা কুকুরটিকে মেরে ফেলে।

কুকুড়ের কামড়ে আহত হারুন শেখ জানান, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। রাত আটটার দিকে টেম্পু স্ট্যান্ড এলাকায় একটি ঘর থেকে  ভ্যানগাড়ি বের করতে যান। ওই সময় তাকেসহ তার সাথে থাকা আরও দুজনকে কামড়ায় কুকুরটি।

অপর আহত চাঁদ আলী জানান, কাদেরকে কুকুরে কামড়েছে দেখতে গেলে কুকুরটি তাকেও কামড়ে দেয়।

পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার জানান, হঠাৎ করেই কুকুরটি মানুষকে কামড়াতে থাকে। একে একে আটজনকে কামড়ায়। বিষয়টি জানতে পেরে আরও মানুষকে কামড়াতে পারে এ আশঙ্কায় কুকুরটিকে মেরে ফেলতে বলেন। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে মেরে ফেলে। তিনি আরও জানান, পৌরসভায় কুকুর কামড়ানোর ভ্যাকসিন মজুত নেই। আবার বেওয়ারিশ কুকুর নিধনেরও সুযোগ নেই। তবে খুব শীগগীরই কুকুরকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফজলে রাব্বি জানান, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।