Dhaka ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পদ্মার পানি বাড়ছে ॥ নি¤œাঞ্চল প্লাবিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • / ১২৪২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পদ্মা নদীর পানি প্রতিদিনই বাড়ছে। এতে করে পদ্মা নদী তীরবর্তী নি¤œাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে, জেলার তিনটি পয়েন্টেই এখন পদ্মার পানি বিপৎসীমার উপরে রয়েছে। পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে পদ্মা নদীর পানি তিন সে.মি বৃদ্ধি পেয়ে  বিপৎসীমার ৮০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার  মহেন্দ্রপুর পয়েন্টে বিপৎসীমার পাঁচ সে.মি এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে ৪১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নদী বিধৌত রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর, খানগঞ্জ, কালুখালীর রতনদিয়া, হরিণবাড়িয়া, পাংশার বাহাদুর ও হাবাসপুর ইউনিয়নের প্রায় ৩০ টি গ্রামের কয়েক হাজার মানুষ  পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। দুর্ভোগে পড়েছে গবাদি পশু ও হাঁস মুরগী নিয়ে। উপদ্রুত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকটও দেখা দিয়েছে।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, নদী বিধৌত চার উপজেলার মধ্যে  পাংশা উপজেলার রিপোর্ট এসেছে। অন্য তিন উপজেলার রিপোর্ট এখনও আসেনি। পাংশা উপজেলায় ৩ হাজার ৬২৫টি পরিবার বন্যা কবলিত হয়েছে। এছাড়া বন্যার ঝুঁকিতে রয়েছে আরও ২৫৭টি পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া  ৩৩৩ নম্বরে কল করে সাহায্য প্রদানের জন্য ১১ লাখ ৫৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। বন্যা কবলিত যে কোনো দরিদ্র পরিবার আর্থিক সাহায্য চেয়ে ৩৩৩ নম্বরে কল করলে তাকে আর্থিক সাহায্য দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পদ্মার পানি বাড়ছে ॥ নি¤œাঞ্চল প্লাবিত

প্রকাশের সময় : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পদ্মা নদীর পানি প্রতিদিনই বাড়ছে। এতে করে পদ্মা নদী তীরবর্তী নি¤œাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে, জেলার তিনটি পয়েন্টেই এখন পদ্মার পানি বিপৎসীমার উপরে রয়েছে। পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে পদ্মা নদীর পানি তিন সে.মি বৃদ্ধি পেয়ে  বিপৎসীমার ৮০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার  মহেন্দ্রপুর পয়েন্টে বিপৎসীমার পাঁচ সে.মি এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে ৪১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নদী বিধৌত রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর, খানগঞ্জ, কালুখালীর রতনদিয়া, হরিণবাড়িয়া, পাংশার বাহাদুর ও হাবাসপুর ইউনিয়নের প্রায় ৩০ টি গ্রামের কয়েক হাজার মানুষ  পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। দুর্ভোগে পড়েছে গবাদি পশু ও হাঁস মুরগী নিয়ে। উপদ্রুত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকটও দেখা দিয়েছে।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, নদী বিধৌত চার উপজেলার মধ্যে  পাংশা উপজেলার রিপোর্ট এসেছে। অন্য তিন উপজেলার রিপোর্ট এখনও আসেনি। পাংশা উপজেলায় ৩ হাজার ৬২৫টি পরিবার বন্যা কবলিত হয়েছে। এছাড়া বন্যার ঝুঁকিতে রয়েছে আরও ২৫৭টি পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া  ৩৩৩ নম্বরে কল করে সাহায্য প্রদানের জন্য ১১ লাখ ৫৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। বন্যা কবলিত যে কোনো দরিদ্র পরিবার আর্থিক সাহায্য চেয়ে ৩৩৩ নম্বরে কল করলে তাকে আর্থিক সাহায্য দেওয়া হবে।