Dhaka ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য ও তার স্ত্রী-পুত্র আহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • / ১৭১৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গি গ্রামে দুর্বৃত্তদের ছোড়া  গুলিতে ইউপি সদস্য নজরুল ইসলাম সরদার, তার স্ত্রী রুনা বেগম, আট বছরের ছেলে তামিম সরদার আহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে  ঘুমন্ত অবস্থায় তাদের উপর গুলি বর্ষণ করা হয়। কারা কেন তাদের গুলি  করেছে তা জানা যায়নি। আহতদের মধ্যে নজরুল ইসলাম  ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর দুজন পাংশা উপজেলা চিকিৎসা নিয়ে বুধবার বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

আহত নজরুল ইসলাম সরদার সরিষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য। তার ছেলে শামীম সরদার জানান, রাতে বিদ্যুৎ ছিলনা।  গরম বেশি থাকায় তার বাবা  জানালার একটি পাশ খোলা রেখেছিলেন। রাত পৌনে ১২টার দিকে কে বা কারা জানালা খোলা পেয়ে আচমকা গুলি করে। একটি গুলি তার বাবার বুকে লাগে। তার মা ও ভাইয়ের মুখে ছররা গুলি লেগেছে। দুর্বৃত্তরা ওই সময় দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। পরে তার বাবা, মা ও ভাইকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার বাবাকে ফরিদপুর রেফার্ড করে। বাহিনীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তার। তবে তিনি বা তার বাবা-মা কাউকে চিনতে পারেননি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল জানান, রুনা বেগম ও তার ছেলে আশঙ্কামুক্ত হওয়ায় বুধবার তাদের ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁদাবাজ গ্রুপ বা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ভুক্তভোগীরা সুস্থ হয়ে ফেরার পর আইনগত প্রক্রিয়া শুরু হবে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্য ও তার স্ত্রী-পুত্র আহত

প্রকাশের সময় : ০৬:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গি গ্রামে দুর্বৃত্তদের ছোড়া  গুলিতে ইউপি সদস্য নজরুল ইসলাম সরদার, তার স্ত্রী রুনা বেগম, আট বছরের ছেলে তামিম সরদার আহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে  ঘুমন্ত অবস্থায় তাদের উপর গুলি বর্ষণ করা হয়। কারা কেন তাদের গুলি  করেছে তা জানা যায়নি। আহতদের মধ্যে নজরুল ইসলাম  ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর দুজন পাংশা উপজেলা চিকিৎসা নিয়ে বুধবার বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

আহত নজরুল ইসলাম সরদার সরিষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য। তার ছেলে শামীম সরদার জানান, রাতে বিদ্যুৎ ছিলনা।  গরম বেশি থাকায় তার বাবা  জানালার একটি পাশ খোলা রেখেছিলেন। রাত পৌনে ১২টার দিকে কে বা কারা জানালা খোলা পেয়ে আচমকা গুলি করে। একটি গুলি তার বাবার বুকে লাগে। তার মা ও ভাইয়ের মুখে ছররা গুলি লেগেছে। দুর্বৃত্তরা ওই সময় দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। পরে তার বাবা, মা ও ভাইকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার বাবাকে ফরিদপুর রেফার্ড করে। বাহিনীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তার। তবে তিনি বা তার বাবা-মা কাউকে চিনতে পারেননি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল জানান, রুনা বেগম ও তার ছেলে আশঙ্কামুক্ত হওয়ায় বুধবার তাদের ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁদাবাজ গ্রুপ বা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ভুক্তভোগীরা সুস্থ হয়ে ফেরার পর আইনগত প্রক্রিয়া শুরু হবে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।