রাজবাড়ীর ৩ পৌর এলাকায় কঠোর লকডাউন
- প্রকাশের সময় : ০৯:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৩৪৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রাজবাড়ীর সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।
রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অায়োজিত জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অাতথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন, সদর উপজেলা চেয়ারম্যান ্যোডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, প্রমূখ।
জানাগেছে, গত ১৪ দিনে রাজবাড়ী সদরে ৩৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালীতে ৫৩ শতাংশ, বালিয়াকান্দিতে ৭ শতাংশ ও গোয়ালন্দে ৮৬ শতাংশ সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি। ফলে অাগামী সোমবার ২১ জুন রাত ১২টা ১মিনিট থেকে রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় এ সিদ্ধান্ত কার্যক্রর হবে।
বিধি নিষেধের মধ্যে রয়েছে কোনো প্রকার যানবাহন ঘোষিত ৩ পৌর এলাকার ভেতরে প্রবেশ করতে পারবে না ও বাইরেও যেতে পারবে না। অ্যম্বুলেসসহ জরুরী সেবা বহনকারী যান আওতামুক্ত থাকবে। কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকানপাট কঠোর বিধি মেনে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যতিত কেউ এসব স্থানে যেতে ও ঘোরাফেরা করতে পারবে না।
রেস্টুরেন্ট রেস্তোরা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রেখে টেকওয়ে বা অনলাইন ভিত্তিক খাবার সরবরাহ করতে পারবে।