Dhaka 9:49 pm, Monday, 20 March 2023

এ কী নৃশংসতা!

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:30:48 pm, Tuesday, 19 January 2021
  • / 1367 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে হাতুড়ি বাহিনীর তৎপরতা আবার বেড়ে গেছে। সোমবার রাতে কালুখালীর সোনাপুর মোড় এলাকায় মজনু মন্ডল নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি  রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি  ইউনিয়নের রায়পুর গ্রামের  হাকিম মন্ডলের ছেলে। বর্তমানে তিনি  রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার নাক মুখমন্ডল চোখসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত  মজনুর চাচা ইউসুফ মন্ডল জানান, তার ভাতিজা মজনু অত্যন্ত নিরীহ ও সহজ সরল প্রকৃতির। কারো সাথে তার কোন বিরোধ নেই। সোনাপুর মোড় এলাকায় তার চা বিস্কুটের দোকান রয়েছে। তাকে সেখান থেকে উৎখাত করার জন্য এলাকার কয়েক দুর্বৃত্ত চেষ্টা করে আসছিল। সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজু, জাহিদসহ কয়েকজন তার উপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ  অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় হাতুড়ি বাহিনী নানান অপকর্ম চালাতো। সম্প্রতি পুলিশের অভিযানে তাদের তৎপরতা অনেকটাই কমে গিয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এ কী নৃশংসতা!

প্রকাশের সময় : 07:30:48 pm, Tuesday, 19 January 2021

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে হাতুড়ি বাহিনীর তৎপরতা আবার বেড়ে গেছে। সোমবার রাতে কালুখালীর সোনাপুর মোড় এলাকায় মজনু মন্ডল নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি  রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি  ইউনিয়নের রায়পুর গ্রামের  হাকিম মন্ডলের ছেলে। বর্তমানে তিনি  রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার নাক মুখমন্ডল চোখসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত  মজনুর চাচা ইউসুফ মন্ডল জানান, তার ভাতিজা মজনু অত্যন্ত নিরীহ ও সহজ সরল প্রকৃতির। কারো সাথে তার কোন বিরোধ নেই। সোনাপুর মোড় এলাকায় তার চা বিস্কুটের দোকান রয়েছে। তাকে সেখান থেকে উৎখাত করার জন্য এলাকার কয়েক দুর্বৃত্ত চেষ্টা করে আসছিল। সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজু, জাহিদসহ কয়েকজন তার উপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ  অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় হাতুড়ি বাহিনী নানান অপকর্ম চালাতো। সম্প্রতি পুলিশের অভিযানে তাদের তৎপরতা অনেকটাই কমে গিয়েছিল।