রাজবাড়ীতে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা
- প্রকাশের সময় : ০৭:০২:২২ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / 642
জনতার আদালত অনলাইন॥ বৈধ কাগজপত্র না থাকায় রাজবাড়ীতে শনিবার আরডিবি নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। একই সাথে ভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, রাজবাড়ী শহরতলীর বড় লক্ষীপুর এলাকায় আরডিবি নামক ইটভাটাতে অভিযান চালানো হয়। ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা লাইসেন্স কোনোটিই দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটার সকল সরঞ্জামা জব্দ করে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সাথে ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি অভিযানে কয়লার সাথে কাঠ পুড়োনোর দায়ে এসএমবি নামে ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কাঠ না পুড়ানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এছাড়া সুলতানপুর এলাকায় কেআরবি নামক ইটভাটার কার্যক্রম হাইকোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কাজ করায় ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। এসময় তার সঙ্গে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল, পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।