Dhaka ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে স্বাস্থ্যকর্মী‌দের কর্ম-‌বির‌তি পালন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / ১২৩৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন  ঃ নি‌য়োগ‌বি‌ধি সং‌শোধন ও বেতন বৈষ‌ম্যের দা‌বি‌তে রাজবাড়ী‌তে চতুর্থ দি‌নের মত কর্ম-‌বির‌তি পালন কর‌ছে স্বাস্থ্য প‌রিদর্শক ও স্বাস্থ্য সহকারী‌রা।

সোমবার সকালে জেলার প্র‌তি‌টি উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যাল‌য়ে ম‌নি পতাকা নি‌য়ে কর্ম-‌বির‌তি‌তে অংশ নেন তারা।

জানা‌গে‌ছে, নি‌য়োগ‌বি‌ধি সং‌শোধন ক‌রে স্নাতক/সম্মান উ‌ল্লেখ করতঃ স্বাস্থ্য সহকারী-১৩তম, সহকারী স্বাস্থ্য প‌রিদর্শক ১২তম, ও স্বাস্থ্য প‌রিদর্শক-১১তম গ্রেড প্রদান) বেতন বৈষ‌ম্যের দা‌বি‌তে জেলা পর্যা‌য়ে চলতি মা‌সের ২৬ ন‌ভেম্বর থে‌কে কর্ম-‌বির‌তি পালন শুরু ক‌রেন স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী‌রা। এ সময় তাদের সকল কার্যক্রম বন্ধ রাখা হ‌য়ে‌ছে এবং দা‌বি অাদায় না হওয়া পর্যন্ত তা‌রা তা‌দের অা‌ন্দোলন চালাবে ব‌লেও জানাগে‌ছে।

স্বাস্থ্য সহকারী‌দের কা‌জের ম‌ধ্যে র‌য়ে‌ছে, সদ্য জন্ম নেয়া অর্থাৎ শূন্য থে‌কে ১৫ মাস বয়সী শিশু‌দের পা‌লিও খাওয়ানোসহ মোট ১০টি প্র‌তি‌রোধমূলক রো‌গের টিকা দেয়া, ১৫ থে‌কে ৪৯ বছর বয়সী কি‌শোরী‌ ও মহিলা‌দের ২টি টিকা,  ৬ মাস থে‌কে ৫৯ বয়সী বছর বয়সী শিশু‌দের দুই বার ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেইন করা, হাম রু‌বেলা ক্যা‌ম্পেইন করা, স্বাস্থ্য শিক্ষা দেয়া। এছাড়া প্রাথ‌মিক চি‌কিৎসা সেবা দেয়াসহ  বি‌ভিন্ন কার্যক্রম পালন ক‌রেন।

সদর উপ‌জেলায় কর্ম-‌বির‌তি‌তে উপস্থিত ছি‌লেন, বাংলা‌দেশ হেলথ এ‌সিসট্যান্ট এ‌সো‌সি‌য়েশন ও হেলথ ই‌ন্স‌পেক্টর দা‌বি বাস্তবায়ন দা‌বি প‌রিষ‌দ রাজবাড়ী শাখার অাহ্বায়ক (এ এইচ অাই) মীর অাব্দুল কা‌দের বিদ্যুৎ, যুগ্ম অাহ্বায়ক (এইচ অাই ইনচার্জ) প্রনব কুমার সাহা, সদস্য সচিব (এইচ এ) জিল্লুর রহমান, সদস্য (এইচ এ) সবুজ শা‌হিন প্রমূখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী‌তে স্বাস্থ্যকর্মী‌দের কর্ম-‌বির‌তি পালন

প্রকাশের সময় : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন  ঃ নি‌য়োগ‌বি‌ধি সং‌শোধন ও বেতন বৈষ‌ম্যের দা‌বি‌তে রাজবাড়ী‌তে চতুর্থ দি‌নের মত কর্ম-‌বির‌তি পালন কর‌ছে স্বাস্থ্য প‌রিদর্শক ও স্বাস্থ্য সহকারী‌রা।

সোমবার সকালে জেলার প্র‌তি‌টি উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যাল‌য়ে ম‌নি পতাকা নি‌য়ে কর্ম-‌বির‌তি‌তে অংশ নেন তারা।

জানা‌গে‌ছে, নি‌য়োগ‌বি‌ধি সং‌শোধন ক‌রে স্নাতক/সম্মান উ‌ল্লেখ করতঃ স্বাস্থ্য সহকারী-১৩তম, সহকারী স্বাস্থ্য প‌রিদর্শক ১২তম, ও স্বাস্থ্য প‌রিদর্শক-১১তম গ্রেড প্রদান) বেতন বৈষ‌ম্যের দা‌বি‌তে জেলা পর্যা‌য়ে চলতি মা‌সের ২৬ ন‌ভেম্বর থে‌কে কর্ম-‌বির‌তি পালন শুরু ক‌রেন স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী‌রা। এ সময় তাদের সকল কার্যক্রম বন্ধ রাখা হ‌য়ে‌ছে এবং দা‌বি অাদায় না হওয়া পর্যন্ত তা‌রা তা‌দের অা‌ন্দোলন চালাবে ব‌লেও জানাগে‌ছে।

স্বাস্থ্য সহকারী‌দের কা‌জের ম‌ধ্যে র‌য়ে‌ছে, সদ্য জন্ম নেয়া অর্থাৎ শূন্য থে‌কে ১৫ মাস বয়সী শিশু‌দের পা‌লিও খাওয়ানোসহ মোট ১০টি প্র‌তি‌রোধমূলক রো‌গের টিকা দেয়া, ১৫ থে‌কে ৪৯ বছর বয়সী কি‌শোরী‌ ও মহিলা‌দের ২টি টিকা,  ৬ মাস থে‌কে ৫৯ বয়সী বছর বয়সী শিশু‌দের দুই বার ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেইন করা, হাম রু‌বেলা ক্যা‌ম্পেইন করা, স্বাস্থ্য শিক্ষা দেয়া। এছাড়া প্রাথ‌মিক চি‌কিৎসা সেবা দেয়াসহ  বি‌ভিন্ন কার্যক্রম পালন ক‌রেন।

সদর উপ‌জেলায় কর্ম-‌বির‌তি‌তে উপস্থিত ছি‌লেন, বাংলা‌দেশ হেলথ এ‌সিসট্যান্ট এ‌সো‌সি‌য়েশন ও হেলথ ই‌ন্স‌পেক্টর দা‌বি বাস্তবায়ন দা‌বি প‌রিষ‌দ রাজবাড়ী শাখার অাহ্বায়ক (এ এইচ অাই) মীর অাব্দুল কা‌দের বিদ্যুৎ, যুগ্ম অাহ্বায়ক (এইচ অাই ইনচার্জ) প্রনব কুমার সাহা, সদস্য সচিব (এইচ এ) জিল্লুর রহমান, সদস্য (এইচ এ) সবুজ শা‌হিন প্রমূখ।