রাজবাড়ীতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৮১২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীতে মাদক মামলায় কোহিনুর বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাাসের কারাদদেন্ডর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত কোহিনুর বেগম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা গ্রামের কামরুজ্জামান ওরফে কমলের স্ত্রী।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৩ অক্টোবর তারিখে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোয়ালন্দের পোড়াভিটায় অভিযান চালিয়ে আটশ পুরিয়া হেরোইনসহ তাকে আটক করে। পরে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্র্শক এনামুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা করেন।
মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করা হয়।
Tag :