গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর কুলিপট্টি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / 563
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের রেলস্টেশন সংলগ্ন কুলিপট্টি থেকে ৫০ পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো কুলিপট্টি এলাকার মৃত আফজাল মন্ডলের ছেলে খোকন মন্ডল ও বিনোদপুর নিউ কলোনী এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে কুলিপট্টির একটি ছাপড়া ঘর থেকে দুজনকে আটক করা হয়। পরে খোকনের প্যান্টের পকেট থেকে ৫০ টি ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে চালান করা হয়েছে।
Tag :