রাজবাড়ীতে আত্মসমর্পনকারী ৩২ চরমপন্থীর মাঝে অনুদানের চেক বিতরণ
- প্রকাশের সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৯৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীতে আত্মসমর্পণকারী ৩২ জন চরমপন্থীর মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. শহীদুজ্জামান প্রমুখ।
আত্মসমর্পণকারী চরমপন্থী একটি দলের প্রধান মোবারক হোসেন বলেন, সরকার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আজ এক বছর আমি শান্তিতে ঘুমাতে পারি। প্রকাশ্যে চলতে পারি। পুলিশের ভয়ে পালাতে হয় না। গোয়েন্দা সংস্থা এনএসআই আমাদের নিয়মিত খবর রাখে। আমাদের পরামর্শ দেন কীভাবে চলতে হবে। তাই তাদের কেউ ধন্যবাদ। করোনার সময় এই ৫০ হাজার টাকা আমাদের কোটি টাকার সমান উপকারে আসবে।
প্রসঙ্গত, গত বছরের ৯ এপ্রিল পাবনা আমির উদ্দিন স্টেডিয়ামে রাজবাড়ীর এই চরমপন্থী গ্রুপ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী এসব চরমপন্থীদের বাড়ি রাজবাড়ীর পাঁচ উপজেলার বিভিন্ন গ্রামে। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণাালয় থেকে আত্মসর্মণকারী এই চরমপন্থীদের নামে ৫০ হাজার টাকার করে চেক আসে।