Dhaka ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:৪১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
  • / ১৪৭৪ জন সংবাদটি পড়েছেন

 

জনতার আদালত অনলাইন ॥ (কনস্ট্রাকশন, ই‌ন্ডে‌ন্টিং, অামদা‌নি রপ্তা‌নি কারক, প‌রি‌বেশক ও সরবরাহকারী) ব্যবসায়ী লক্ষ নি‌য়ে রাজবাড়ী‌তে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশরালের উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
‌রোববার বিকা‌লে পৌর মি‌লি‌নিয়াম মা‌র্কে‌টের দ্বিতীয় তলার ২২১ নম্বর ক‌ক্ষে এর উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হয়।
এ‌তে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের স্বত্ত্বা‌ধিকারী মোঃ অাশরাফুল ইসলামের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পি‌পিএম।
‌বিশেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, পৌর মেয়র মহম্মদ অালী।
অন্যান্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, সদর থানার ও‌সি স্বপন মজুমদার, জেলা অাওয়ামী লীগের সাংগনিক সম্পাদক অসীম কুমার পাল, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপিত হা‌ফিজুর রহমান হা‌ফিজ, সাধারন সম্পাদক অা‌নিছুর রহমান অা‌নিছ, জেলা জাতীয় পা‌র্টির সভাপ‌তি খন্দকার হা‌বিবুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মো‌মিন প্রমূখ।
এ সময় পদ্মা গ্রুপের সমৃদ্ধ কামনা ক‌রে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।
পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের স্বত্ত্বা‌ধিকারী মোঃ অাশরাফুল ইসলাম ব‌লেন, কনস্ট্রাকশন, ইন্ডে‌ন্টিং, অামদা‌নি রপ্তা‌নি কারক, প‌রি‌বেশক ও সরবরাহকারীর লক্ষ নি‌য়ে রাজবাড়ী‌তে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশরালের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। এছাড়া ফ্রান্স ও ঢাকায় শাখা অ‌ফিস খোলা হ‌বে। এ জন্য সবার সহ‌যোগীতা কামনা ক‌রেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী‌তে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত

প্রকাশের সময় : ১০:৪১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০

 

জনতার আদালত অনলাইন ॥ (কনস্ট্রাকশন, ই‌ন্ডে‌ন্টিং, অামদা‌নি রপ্তা‌নি কারক, প‌রি‌বেশক ও সরবরাহকারী) ব্যবসায়ী লক্ষ নি‌য়ে রাজবাড়ী‌তে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশরালের উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
‌রোববার বিকা‌লে পৌর মি‌লি‌নিয়াম মা‌র্কে‌টের দ্বিতীয় তলার ২২১ নম্বর ক‌ক্ষে এর উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হয়।
এ‌তে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের স্বত্ত্বা‌ধিকারী মোঃ অাশরাফুল ইসলামের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পি‌পিএম।
‌বিশেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, পৌর মেয়র মহম্মদ অালী।
অন্যান্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, সদর থানার ও‌সি স্বপন মজুমদার, জেলা অাওয়ামী লীগের সাংগনিক সম্পাদক অসীম কুমার পাল, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপিত হা‌ফিজুর রহমান হা‌ফিজ, সাধারন সম্পাদক অা‌নিছুর রহমান অা‌নিছ, জেলা জাতীয় পা‌র্টির সভাপ‌তি খন্দকার হা‌বিবুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মো‌মিন প্রমূখ।
এ সময় পদ্মা গ্রুপের সমৃদ্ধ কামনা ক‌রে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।
পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের স্বত্ত্বা‌ধিকারী মোঃ অাশরাফুল ইসলাম ব‌লেন, কনস্ট্রাকশন, ইন্ডে‌ন্টিং, অামদা‌নি রপ্তা‌নি কারক, প‌রি‌বেশক ও সরবরাহকারীর লক্ষ নি‌য়ে রাজবাড়ী‌তে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশরালের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। এছাড়া ফ্রান্স ও ঢাকায় শাখা অ‌ফিস খোলা হ‌বে। এ জন্য সবার সহ‌যোগীতা কামনা ক‌রেন।