মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে ভারত থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে
- প্রকাশের সময় : ০৭:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ২১৯৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ভারতের কলকাতা থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করছে কলকাতা মহারানী কাশীশ্বরী কলেজ ও সোদপুর নাটাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ১০ জনের একটি প্রতিনিধি দল। তাদের এ আয়োজনে সহযোগিতা করছে ভারতের ব্যারাকপুরের ফিরে আসুক সবুজ নামে একটি সংগঠন।
শনিবার সকালে রাজবাড়ী লোকোসেড বধ্যভূমিতে তারা ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানায়। রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকেও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় প্রতিনিধি দলটির সাথে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম শুভেচ্ছা করেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান, রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক বাকীহাদ হোসেন প্রমুখ।
প্রতিনিধি দলটির নেতৃত্বদানকারী কলকাতার মহারানী কাশীশ্বরী কলেজের ক্রীড়া শিক্ষক সুবিমল দেব জানান, কলকাতা মহারানী কাশীশ্বরী কলেজ ও সোদপুর নাটাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১১ ডিসেম্বর ১০ জন শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে একটি দল দূষণমুক্ত বিশ্ব নির্মাণের দাবিতে ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে বাই সাইকেল নিয়ে র্যালি বের করেন। র্যালিটি কলকাতার বনগা হয়ে বাংলাদেশের যশোর জেলায় প্রবেশ করে। এরপর যশোর সরকারি মহিলা কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ হয়ে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরে এসে পৌঁছায়। ১৫ ডিসেম্বর সকালে তারা রাজবাড়ী ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আগামী ১৬ ডিসেম্বর রাজধানী ঢাকার বিজয় উৎসবে গিয়ে শেষ হবে। বিজয় উৎসব শেষে তারা কলকাতায় ফিরে যাবেন। তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে গাছের চারাও রোপণ করেছেন।
তিনি আরও জানান, তারা বাংলাদেশে আসার পর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশের মানুষের আতিথেয়তা দেখে তাদের খুব ভালো লেগেছে। তিনি চতুর্থবারের মত বাই সাইকেল র্যালি নিয়ে বাংলাদেশে আসলেন বলে জানান।
তাদের এই দলে রয়েছেন মহারানী কাশীশ্বরী কলেজের শিক্ষক শ্যাম প্রসাদ রাম, দেবব্রত ভৌমিক, সৌমেন সরদার, শিক্ষার্থী তনুশ্রী আচার্য, রিয়া চক্রবর্তী, রিয়া দে, পামেলা মল্লিক এবং সোদপুর নাটাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্য সয়াল বিশ্বাস।