Dhaka ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • / ১৪৪২ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলি গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে মিম আক্তার নামে এক স্কুলছাত্রী (১৪)। সে একই গ্রামের মতিয়ার রহমানের মেয়ে এবং স্থানীয় নবাবপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, একই উপজেলার বড়হিজলি গ্রামের বিদেশ ফেরত এক যুবকের সাথে পারিবারিকভাবে বিয়ের প্রস্তুতি চলছিল মীম আক্তারের। বিয়ে উপলক্ষে অতিথি আপ্যায়ন ও ভোজনেরও আয়োজন করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মেয়ের অভিভাবকরা জানায়; মেয়েকে দেখতে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে তারা বিয়ে দেয়ারই পাঁয়তারা করছিল। পরে প্রাপ্ত বয়ষ্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেনা এমন মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশের সময় : ০৮:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলি গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে মিম আক্তার নামে এক স্কুলছাত্রী (১৪)। সে একই গ্রামের মতিয়ার রহমানের মেয়ে এবং স্থানীয় নবাবপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, একই উপজেলার বড়হিজলি গ্রামের বিদেশ ফেরত এক যুবকের সাথে পারিবারিকভাবে বিয়ের প্রস্তুতি চলছিল মীম আক্তারের। বিয়ে উপলক্ষে অতিথি আপ্যায়ন ও ভোজনেরও আয়োজন করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মেয়ের অভিভাবকরা জানায়; মেয়েকে দেখতে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে তারা বিয়ে দেয়ারই পাঁয়তারা করছিল। পরে প্রাপ্ত বয়ষ্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেনা এমন মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।