Dhaka ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে সাপের কামড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • / ২২১৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামে সাপের কামড়ে লিটন কুমার মন্ডল (২২) নামে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে। ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র ছিল সে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
জঙ্গল ইউপি সদস্য মনোজিৎ কুমার বালা জানান, রোববার সন্ধ্যার দিকে লিটন মন্ডল বাড়ির পাশে পুকুর থেকে গোসল করে বাড়ি ফেরার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। ওই সময় পরিবারের লোকেরা ওঝা ডেকে ঝারফুঁক করায়। কিন্তু অবস্থা এতে ক্রমাগত খারাপ হতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে অবস্থা আরও খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় লিটন।
তার মতে, ওঝা ডেকে ঝারফুঁক না করিয়ে আগেই হাসপাতালে নেয়া হলে লিটন হয়তো বেঁচে যেত। লিটনের অকাল মৃত্যুতে এলাকায় শাকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সাপের কামড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামে সাপের কামড়ে লিটন কুমার মন্ডল (২২) নামে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে। ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র ছিল সে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
জঙ্গল ইউপি সদস্য মনোজিৎ কুমার বালা জানান, রোববার সন্ধ্যার দিকে লিটন মন্ডল বাড়ির পাশে পুকুর থেকে গোসল করে বাড়ি ফেরার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। ওই সময় পরিবারের লোকেরা ওঝা ডেকে ঝারফুঁক করায়। কিন্তু অবস্থা এতে ক্রমাগত খারাপ হতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে অবস্থা আরও খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় লিটন।
তার মতে, ওঝা ডেকে ঝারফুঁক না করিয়ে আগেই হাসপাতালে নেয়া হলে লিটন হয়তো বেঁচে যেত। লিটনের অকাল মৃত্যুতে এলাকায় শাকের ছায়া নেমে এসেছে।