পাংশায় ইউপি সদস্যের বস্তাবন্দী লাশ উদ্ধার
- প্রকাশের সময় : ০৯:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / ১৫৩৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রাম থেকে রোববার সকালে মো. আব্দুল মাজেদ মন্ডল (৫০) নামে এক ইউপি সদস্যের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য। তার বাবার নাম ছোরাপ আলী। খোকসা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক এবং জয়ন্তী হাজড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
জয়ন্তীহাজড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মাজেদ মন্ডল বাড়ি থেকে বের হন স্থানীয় ভবানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে। তারপর থেকে সে নিখোঁজ ছিল। রাত নয়টার দিকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। সারা রাতেও তিনি বাড়ি ফেরেননি। তার সাথে কারও কোনো শত্রুতা ছিল বলে জানা নেই তার।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে ইতিমধ্যেই মাঠে নেমেছে।