গোয়ালন্দে শিক্ষা প্রতিমন্ত্রী- শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে হবে
- প্রকাশের সময় : ০৮:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮
- / ১৮৪২ জন সংবাদটি পড়েছেন
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, ‘বাংলাদেশের জঙ্গীবাদীরা পাকিস্থানের প্রেতাত্মা। শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে তারাই হত্যাচেষ্টা চালিয়েছে। তাই জঙ্গীবাদ ও মাদক রাখতে স্কুল কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের সার্ব—গণিক সজাগ থাকতে হবে।’ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপল—েগ গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা গতকাল মঙ্গলবার থেকে শুর¤œ হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মেলায় বিভিন্ন শি—গা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা পৃথক পৃথক স্টল সাজিয়ে তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শি—গা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুর¤œল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু নাছার উদ্দিন, সহকারী কমিশনার (ভ’মি) শেখ আব্দুল¯œা সাদীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুর¤œজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক মো. নুর¤œল ইসলাম মন্ডল প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।