পাংশায় নকল সরবরাহের দায়ে যুবকের ২ বছরের কারাদন্ড
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
- / ১৫১৫ জন সংবাদটি পড়েছেন
পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশায় এসএসসি’র গণিত পরীক্ষায় নকল সরবরাহের দায়ে গতকাল রোববার দুপুরে ওয়াজেদ আলী ( ২০) নামে এক যুবককে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ওয়াজেদ আলীর বাড়ি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, পাংশা জজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে ওয়াজেদ আলীকে আটক করা হয়। তার মোবাইল ফোনে এসএসসি’র গণিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর দুটোই পাওয়া গেছে। সে কোনো এক পরীক্ষার্থীকে নকল সরবরাহ করছিল বলে স্বীকার করেছে। পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ৯(২) ধারায় তাকে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়।
Tag :