দৈনিক জনতার আদালত সম্পাদক নুরে আলম সিদ্দিকীর জন্মদিন পালন রাজবাড়ীতে
‘নুরে আলম সিদ্দিকী হক একজন নির্লোভ পরোপকারী মানবিক মানুষ’
- প্রকাশের সময় : ১০:০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ১০৪৯ জন সংবাদটি পড়েছেন
দৈনিক জনতার আদালতের সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের জন্মদিন পালিত হয়েছে রাজবাড়ীতে। বুধবার দৈনিক জনতার আদালত পাঠক মেলার উদ্যোগে জনতার আদালত কার্যালয়ে জন্মদিন পালিত হয়।
নুরে আলম সিদ্দিকী হককে নিয়ে আলোচনায় অংশ নেন দৈনিক জনতার আদালতের নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন, কবি নেহাল আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সুমন বিশ^াস, জনতার আদালত পাঠক মেলার যুগ্ম আহŸায়ক আব্দুল জব্বার, সদস্য সচিব শামসুন্নবী জুয়েল, কার্যনির্বাহী সদস্য মামুন অর রশীদ, হেলাল উদ্দিন, সঞ্জয় ভৌমিক, মহসিন মৃধা, সাংবাদিক আব্দুল হালিম বাবু, রবিউল রবি প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বরেন, নুরে আলম সিদ্দিকী হক একজন সৎ, নির্ভীক, নির্লোভ এবং পরোপকারী একজন মানুষ। তিনি মানুষের বিপদে সব সময়ই পাশে দাঁড়ান। তিনি নিভৃতে কাজ করেন। গরীব, দুখী মানুষের ভরসার নাম নুরে আলম সিদ্দিকী। তার সহজ সরল জীবনযাপন সত্যিই প্রশংসনীয়। তিনি সুস্থ ধারার রাজনীতি করেছেন। যেকারণে সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন। সাংবাদিকতায়ও তিনি সফল। ভালো মানুষ যারা তাদের সবাই ভালো বলে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন দিনক জনতার আদালতের সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। এসময় তিনি বলেন, আমি মানুষের পাশে থাকতে চাই। মানুষের ভালোবাসাই আমার সবকিছু।
অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক জনতার আদালতের ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহমেদ।