Dhaka ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় বন্দুক ও ১৩টি ককটেলসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩০ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে বুধবার ভোরে দেশিয় তৈরি একটি বন্দুক ও ১৩টি ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। তারা হলো একই গ্রামের অনাথ আলী শেখের ছেলে কাজল শেখ ও মোস্তফা মন্ডলের ছেলে রানা আহমেদ।

পাংশা থানা সূত্র জানায়, সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলী শেখের বসতবাড়িতে কতিপয় সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রসহ অবস্থান করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক কাজল স্বীকার করে তার কাছে দেশিয় তৈরি বন্দুক আছে। পরে তার শয়ন কক্ষ থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। একই সাথে অপর আটক রানার কাছ থেকে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এব্যাপারে মামলা হয়েছে। তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বন্দুক ও ১৩টি ককটেলসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৪:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে বুধবার ভোরে দেশিয় তৈরি একটি বন্দুক ও ১৩টি ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। তারা হলো একই গ্রামের অনাথ আলী শেখের ছেলে কাজল শেখ ও মোস্তফা মন্ডলের ছেলে রানা আহমেদ।

পাংশা থানা সূত্র জানায়, সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলী শেখের বসতবাড়িতে কতিপয় সন্ত্রাসী অস্ত্র-শস্ত্রসহ অবস্থান করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক কাজল স্বীকার করে তার কাছে দেশিয় তৈরি বন্দুক আছে। পরে তার শয়ন কক্ষ থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। একই সাথে অপর আটক রানার কাছ থেকে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এব্যাপারে মামলা হয়েছে। তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।