পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়ে ঊচ্ছ্বসিত ৩১ তরুণ-তরুণী
- প্রকাশের সময় : ০৫:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ১০২৬ জন সংবাদটি পড়েছেন
মেধা ও যোগ্যতায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়ে দারুণ ঊচ্ছ¡সিত রাজবাড়ীর ৩১ তরুণ-তরুণী। রোববার রাত ৯টায় রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে চ‚ড়ান্তদের নাম ঘোষণা করা হয়। যেখানে ২৩ জন তরুণ ও আট জন তরুণী রয়েছেন। নির্বাচিত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন।
রাজবাড়ী জেলা পুলিশ কার্যালয় সূত্র জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৩১টি শূন্য পদের বিপরীতে অনলাইনে ১২০ টাকা খরচে ২ হাজার ৩৩ জন আবেদন করেন। যাচাই বাছাই শেষে তাদের মধ্যে ৩৫৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে থেকে ১০৭ জন কৃতকার্য হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে ৩১ জনকে চূড়ান্ত করা হয়। এছাড়া পাঁচজনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। নির্বাচিতদের মধ্যে শ্রমিক, দিনমজুর, চা-দোকানীর সন্তান যেমন আছে তেমনি পিতৃহীনও রয়েছেন।
বৈশাখী আক্তার জানান, তার বাবা পেশায় রিকশাচালক। টিউশনি করে তিনি নিজের পড়াশুনার খরচ চালাতেন। পুলিশের চাকরির বিজ্ঞপ্তি দেখে ১২০ টাকা খরচ করে আবেদন করেন। কখনও ভাবেননি চাকরিটা পাবেন। আশার থেকেও বেশি কিছু পেয়েছেন। এজন্য খুব খুশী তিনি।
দিনমজুরের ছেলে রহিম বিশ^াস জানান, তার বাবা হতদরিদ্র। তিনি নানা বাড়িতে থেকে বড় হয়েছেন। পুলিশ কনস্টেবল চাকরি পেয়ে আমি খুবই খুশী। এ চাকরির মাধ্যমে তাদের দরিদ্রতা ঘুচবে বলে আশা তার।
রিফাজুর রহমান জানান, তারা খুবই গরীব। বর্তমানে তিনি পাংশা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছেন। এর মধ্যে বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন। চাকরিটা হওয়ায় খুব ভালো লাগছে।
রাজবাড়ী পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, রাজবাড়ীতে পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে ৩১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। মাত্র ১২০ টাকায় অনলাইনে আবেদনের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্য হওয়ার সুযোগ লাভ করেছে। নির্বাচিতদের মধ্যে বিভিন্ন পেশার মানুষের সন্তান রয়েছে। যারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ুন রশিদ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।