তানভীর হত্যার আসামি জিসানকে ঢাকা থেকে গ্রেপ্তার \ হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার
- প্রকাশের সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ১০৩০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী শহরের বিনোদপুরে সংঘটিত কলেজছাত্র তানভীর শেখ হত্যার অন্যতম আসামি জাহিদুল ইসলাম জিসানকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। রোববার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত একটি গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। জিসান রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের নুরু শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, তানভীর হত্যার এজাহারভুক্ত ২ নং আসামি জিসান। হত্যাকান্ডের পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছে। রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশ যৌথভাবে তৎপরতা চালায়। তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে জিসানের অবস্থান নিশ্চিত হওয়ার পর রোববার রাত ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে রাজবাড়ী সদর উপজেলার মৌলভীঘাট এলাকার একটি কবরস্থানের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
গত ১২ নভেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে রাজবাড়ী শহরের বিনোদপুর ৩ নং ওয়ার্ড এলাকায় একদল দুর্বৃত্ত কলেজছাত্র তানভীর শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন বুধবার নিহতের মামা আলম শেখ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই দিন পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।