Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ১০৩৬ জন সংবাদটি পড়েছেন

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি গোলাম মাহবুব রব্বানীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শনিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বাড়ি গোয়ালন্দ পৌর এলাকায়। গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি তিনি।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামের বাসিন্দা কলেজছাত্র জিসান খান বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর তারিখে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট বেলা সাড়ে ১২ টার সময় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কোটা আন্দোলনের শ্লোগান দিচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। হামলায় অন্ততঃ ২০ জন আহত হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি গোলাম মাহবুব রব্বানীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শনিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বাড়ি গোয়ালন্দ পৌর এলাকায়। গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি তিনি।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামের বাসিন্দা কলেজছাত্র জিসান খান বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর তারিখে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট বেলা সাড়ে ১২ টার সময় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কোটা আন্দোলনের শ্লোগান দিচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। হামলায় অন্ততঃ ২০ জন আহত হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।