Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহনন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ১০৩৯ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীর পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে জুথি (১২) নামের এক শিক্ষার্থী। বুধবার উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুথি পূর্ববাগদুলী গ্রামের সাজিদুর রহমান মন্ডলের একমাত্র কন্যা। বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

জুথির পরিবার সূত্রে জানা যায়, জুথি পড়াশোনায় মনোযোগী ছিল না। তাকে পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে চাপ প্রয়োগ করলে আত্মহত্যার পথ বেছে নেয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি লেখাপড়ার বিষয়ে নিহতের মা-বাবা চাপ দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে। তবে এ আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. পলাশ শিকাদর জানান, সকালে জুথি নামের এক স্কুলছাত্রীকে হাসপাতালে আনে তার স্বজনেরা। আমরা তাকে মৃত অবস্থায় পাই। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহনন

প্রকাশের সময় : ০৭:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

 রাজবাড়ীর পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে জুথি (১২) নামের এক শিক্ষার্থী। বুধবার উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুথি পূর্ববাগদুলী গ্রামের সাজিদুর রহমান মন্ডলের একমাত্র কন্যা। বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

জুথির পরিবার সূত্রে জানা যায়, জুথি পড়াশোনায় মনোযোগী ছিল না। তাকে পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে চাপ প্রয়োগ করলে আত্মহত্যার পথ বেছে নেয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি লেখাপড়ার বিষয়ে নিহতের মা-বাবা চাপ দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে। তবে এ আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. পলাশ শিকাদর জানান, সকালে জুথি নামের এক স্কুলছাত্রীকে হাসপাতালে আনে তার স্বজনেরা। আমরা তাকে মৃত অবস্থায় পাই। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।