তথ্য অধিকার দিবস পালিত
- প্রকাশের সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৩ জন সংবাদটি পড়েছেন
‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকার সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাজবাড়ীতে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজবাড়ীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোবায়েত মো. ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিধপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন, জেলা তথ্য কর্মকর্তা রেখা, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, সনাক সদস্য নুরুল হক আলম প্রমুখ। এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে সংযুক্ত ৬৬ টি সরকারী দপ্তর সমূহের উপর পরিচালিত একটি ওয়েব পোর্টাল পর্যবেক্ষনের প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।