Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : ০৬:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৪৫ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে বন্যা খাতুন (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাকে অচেতন অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আব্দুর রশিদকে আটক করেছে। বন্যা খাতুনকে শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্র জানায়, ১১ বছর আগে আব্দুর রশিদ ও বন্যার বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। আব্দুর রশিদ পেশায় একজন দিনমজুর। সাংসারিক কারণে তাদের মধ্যে ঝগড়া ঝাটি হতো।

আব্দুর রশিদের মা রাহলা বেগম জানান, ছেলে ও পুত্রবধূর মধ্যে ঝগড়াঝাটি হলেও কখনও মারধর করতে দেখেননি তিনি। রোববার রাতের খাবার খেয়ে তারা দুই ছেলেকে নিয়ে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে তার নাতির কান্নার শব্দ শুনে ছেলে ও পুত্রবধূকে ডাকেন। রশিদ জানায়; তার স্ত্রী বন্যা কথা বলছে না। তিনি ঘরে গিয়ে দেখেন তার পুত্রবধূ অচেতন অবস্থায় রয়েছে। মাথায় পানি ঢালার পরও জ্ঞান না ফেরায় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন তার পুত্রবধূকে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের গলায় কালসে দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুর রশিদকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়য়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে বন্যা খাতুন (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাকে অচেতন অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আব্দুর রশিদকে আটক করেছে। বন্যা খাতুনকে শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্র জানায়, ১১ বছর আগে আব্দুর রশিদ ও বন্যার বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। আব্দুর রশিদ পেশায় একজন দিনমজুর। সাংসারিক কারণে তাদের মধ্যে ঝগড়া ঝাটি হতো।

আব্দুর রশিদের মা রাহলা বেগম জানান, ছেলে ও পুত্রবধূর মধ্যে ঝগড়াঝাটি হলেও কখনও মারধর করতে দেখেননি তিনি। রোববার রাতের খাবার খেয়ে তারা দুই ছেলেকে নিয়ে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে তার নাতির কান্নার শব্দ শুনে ছেলে ও পুত্রবধূকে ডাকেন। রশিদ জানায়; তার স্ত্রী বন্যা কথা বলছে না। তিনি ঘরে গিয়ে দেখেন তার পুত্রবধূ অচেতন অবস্থায় রয়েছে। মাথায় পানি ঢালার পরও জ্ঞান না ফেরায় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন তার পুত্রবধূকে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের গলায় কালসে দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুর রশিদকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়য়টি প্রক্রিয়াধীন।